মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৯ নভেম্বর ২০২৪ ২০ : ০৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হলেও অস্ট্রেলিয়ার মাটিতে ভাল পারফরম্যান্সের বিষয়ে আশাবাদী সৌরভ গাঙ্গুলি। অনেকেই মনে করছেন, সদ্য ঘরের মাঠে টেস্ট সিরিজ হারায় অজিদের চ্যালেঞ্জের জন্য তৈরি নয় টিম ইন্ডিয়া। কিন্তু তেমন মনে করেন না প্রাক্তন অধিনায়ক এবং বোর্ডে সভাপতি। সৌরভ বলেন, 'তৈরি নয় শব্দটা আমরা ব্যবহার করি কোনও দল একেবারেই টেস্ট ক্রিকেট না খেললে। গত সাত সপ্তাহে ভারতীয় দল পাঁচটা টেস্ট খেলেছে। তাই সেই প্রশ্ন কীভাবে উঠছে?' নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে শোচনীয় হারের পর যে এমন কথা উঠছে সেটা বুঝতে অসুবিধা নেই সৌরভের। তবে ব্যর্থতার জন্য পিচকেও দায়ী করলেন। সৌরভ বলেন, 'আমি বুঝতে পারছি নিউজিল্যান্ডের কাছে হার অপ্রত্যাশিত ছিল। তবে বুঝতে হবে আমরা কঠিন পিচে খেলেছি। অস্ট্রেলিয়ার পিচ ব্যাটিংয়ের জন্য ভাল।'
প্রাক্তন বোর্ড সভাপতি মনে করেন, ভবিষ্যতে ভারতের ব্যালেন্সড ট্র্যাকে খেলা উচিত। যা ব্যাটিং এবং বোলিং দক্ষতাকে তুলে ধরবে। তাঁর মতে, ব়্যাঙ্ক টার্নারের ওপর নির্ভরশীলতা প্লেয়ারের আত্মবিশ্বাসে আঘাত করে। পাশাপাশি মানিয়ে নেওয়ার ক্ষমতাও কমিয়ে দেয়। এই প্রসঙ্গে সৌরভ বলেন, 'আমার মনে হয় ঘরের মাঠে আমাদের ভাল পিচে খেলা উচিত। ব়্যাঙ্ক টার্নারে খেলার অভ্যাস বন্ধ করতে হবে। এমন পিচে ব্যাটাররা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। আমাদের দলের ভাল উইকেটে টেস্ট জেতার ক্ষমতা আছে। টার্নারে আক্রমণে যাওয়ার আগে টিকে থাকতে জানতে হয়। দু'ধরনের পিচে প্রথম থেকেই চালিয়ে খেলা যায় না। একটা সিমিং উইকেট, অন্যটা ব়্যাঙ্ক টার্নার।' শুভমন গিলের আঙুলে চোট ভারতীয় দলের জন্য বড় সেটব্যাক। কিন্তু সৌরভ মনে করছেন, রোহিত এবং গিলের অনুপস্থিতিতে বাকিরা নিজেদের সেরাটা দেবে। আশা, নিউজিল্যান্ড সিরিজের প্রভাব পড়বে না।
একবছর পর মাঠে ফিরেই রঞ্জিতে সাত উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সামি। কিন্তু তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না নির্বাচকরা। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে তাঁকে দেখে নিতে চান। কিন্তু ভারতের প্রাক্তন অধিনায়ক মনে করেন, দ্বিতীয় টেস্ট থেকেই খেলা উচিত সামির। সৌরভ বলেন, 'সামি প্রায় ৪৫ ওভার বল করেছে। ১০০ ওভারের বেশি ফিল্ডিং করেছে। ব্যাট হাতে রানও পেয়েছে। অস্ট্রেলিয়ায় পাঠানোর মতো ফিটনেস পরীক্ষায় অতিক্রম করে গিয়েছে। কারণ যশপ্রীত বুমরার পাশাপাশি একই মানের বোলার দরকার।' নীতিশ রেড্ডিকে অস্ট্রেলিয়া সফরে নিয়ে যাওয়া নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় গৌতম গম্ভীরকে। কিন্তু অনভিজ্ঞ অলরাউন্ডারকে খেলানোর পক্ষে সৌরভ। তিনি জানান, পারথ এবং গাব্বায় দু'জন স্পিনারকে খেলানোর দরকার নেই। বলের পাশাপাশি নীতিশের ব্যাটের হাতও ভাল। লোয়ার অর্ডারে কার্যকরী ভূমিকা নিতে পারে। তাঁর সংযোজন দলের ভারসাম্য বাড়াবে বলে মনে করেন বোর্ডের প্রাক্তন সভাপতি।
#Sourav Ganguly#Mohammed Shami#India vs Australia#Border-Gavaskar Trophy
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ফেয়ারওয়েল ম্যাচে কোর্টে নেমেই আবেগে ভাসলেন নাদাল, কান্নায় ভিজল চোখ...
ওরা পারে, আমরা পারি না, ইন্দোনেশিয়ার সৌদি-জয় দেখিয়ে দিল গুরপ্রীতরা আইএসএলেই সুন্দর!...
নিউজিল্যান্ড সিরিজের ভরাডুবি ভুলে, নিজেদের প্রতি বিশ্বাস রাখার বার্তা রোহিতের ডেপুটির...
ভারতীয় দলের আত্মবিশ্বাসের অভাব রয়েছে, বর্ডার-গাভাসকর ট্রফির আগে খোঁচা অজি তারকার...
আরসিবির অধিনায়ক কে হবে? তরুণ ক্রিকেটারের নাম প্রস্তাব উথাপ্পার, শুনলে চমকে যাবেন...
অস্ট্রেলিয়া সিরিজে গম্ভীরের আসল ভূমিকা কী? স্পষ্ট করে দিলেন তারকা কোচ...
আদৌ কি অস্ট্রেলিয়ায় যাবেন সামি? মুস্তাক আলির দলে রাখা হল তারকা পেসারকে...
বর্ডার-গাভাসকর ট্রফি দেখবে 'বিরাট' প্রত্যাবর্তন, আশাবাদী তারকা ক্রিকেটার...
ফিফা ফ্রেন্ডলিতে দিশাহীন ভারত, ঘরের মাঠে মালয়েশিয়ার সঙ্গে ড্র করলেন গুরপ্রীতরা ...
রোনাল্ডোর ইউটিউব চ্যানেলে এবার অতিথি মেসি! ইন্টারনেটে সব রেকর্ড ভাঙল বলে ...
বর্ডার গাভাসকার ট্রফি, পার্থে থাকছেন না রোহিত, প্রথম একাদশে থাকতে পারে একাধিক চমক...
সবকিছুতে উন্নতি দরকার, মালয়েশিয়া ম্যাচ ফ্রেন্ডলি নয়, এশিয়ান কোয়ালিফায়ারের প্রস্তুতি হিসেবেই দেখছেন মানোলো...
রেখে দেওয়া হচ্ছে পাড়িক্কলকে, পারথে অভিষেক হতে পারে নাইট পেসারের ...
নিয়ম ভেঙে ক্লাব বিশ্বকাপে মেসির ইন্টার মায়ামি, ফিফার সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক...
'ভারতের যত চিন্তা গম্ভীরকে নিয়ে', প্রাক্তন অজি অধিনায়ক পেইন আক্রমণ করলেন ভারতের হেডস্যরকে...